Wifi জ্যামার তৈরি । How to make Wifi Jammer

 

wifi jammer তৈরি NodeMCU V3NodeMCU V3 mrresistanceblogspotcom
Node MCU V3 Module । Wifi jammer

বিশেষ দ্রষ্টব্যঃ এটি সম্পূর্ন শিক্ষমূলক উদ্দেশ্যে, এটি অনৈতিক উদ্দেশ্যের ব্যবহারের জন্য নয়। অন্যের ক্ষতির জন্য এটি ব্যবহার করবেন না।

 

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে অল্প খরচের মধ্যে NodeMCU V3 Module ব্যবহার করে একটি Wifi জ্যামার তৈরি করা যায়। এটি দিয়ে আপনি যেকোনো Router এর Wifi Network জ্যাম করে দিতে পারবেন (2.4G Signal)। এতে Router এর Wifi signal ব্যবহার উপযোগী থাকবে না। এর জন্য আপনাকে Wifi এর Password জানার কোনো প্রয়োজন নেই।

NodeMCU V3 Module

NodeMCU হলো একটি মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড। যা মূলত IoT প্রকল্পের জন্য বহুল ব্যবহত হয়ে থাকে। এই ডিভাইসটিতে Wifi support করে । তাই খুব সহজে Arduino IDE, MicroPython,Lua প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কোড করা যায়। এটি বহুল ব্যবহত হওয়ার মূল কারণ হলো-
  • কম খরচে IoT Project তৈরি করা যায়।
  • সরাসরি USB দিয়ে সংযোগ দেওয়া যায় ।
  • সহজ প্রোগ্রামিং সুবিধা।
  • বিল্ট-ইন Wifi

প্রয়োজনীয় উপাদানঃ 

  • Computer System.
  • NodeMCU V3 Module.
  • Usb Data Cable.

ধাপ ০১.  প্রথমে NodeMCU V3 Module টি Usb Data Cable দিয়ে PC সংযোগ স্থাপন করতে হবে। সঠিকভাবে সংযোগ স্থাপন হয়েছে কি না । তা নিশ্চিত করতে WINDOWS option থেকে DEVICE MANAGER প্রবেশ করে দেখতে হবে USB-SERIAL CH340 (COM22) - এটি প্রদর্শিত হচ্ছে।
USB-SERIAL CH340 (COM22)

 ধাপ ০২.  নিচের Bin File এবং nodemcu-flasher master টি ডাউনলোড করতে হবে।
  1. esp8266_deauther_1mb.bin  
  2. nodemcu-flasher-master .zip 

ফাইল ২টি ডাউনলোড করার পরে zip File গুলো unzip করতে হবে।

ধাপ ০৩.  nodemcu-flasher-master.zip File টি unzip করলে নিচের মতো প্রদর্শিত হবে- 

আমার কম্পিউটারের Windows 64bit তাই আমি Win64 Folder টি Open করে ESP8266Flasher.exe ফাইলটি  Run Option Click করি।  [আপনার কম্পিউটারের Windows যদি 32bit হয়ে থাকে, তাহলে আপনি Win32 Folder থেকে exe ফাইলটি Run করবেন। ]

nodemcu-flasher master Run করলে নিচের মতো প্রদর্শিত হবে-

আমার NodeMCU তে COM Port- COM22 Show করছে। আপনার COM Port ভিন্ন হতে পারে, এতে কোনো সমস্যা নেই।  

ধাপ ০৪. Operatin Option পাশে Config Option টি Select করতে হবে।



esp8266_deauther_1mb.bin
unzip কৃত file টি INTERNAL://NODEMCU Setting option থেকে bin File টি লোকেশন থেকে Upload করতে হবে। ।
ধাপ ০৫. Advanced Option গিয়ে-

Advanced -
Baudrate
230400
Flash size 4MByte
Flash Speed 40MHz
SPI Mode DIO

উক্ত সকল Option গুলো select করার পরে, পুনরায় Operation Option select করতে হবে এবং Flash (F) Button এ Click করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, যতক্ষন না পর্যন্ত program টি সম্পূর্ণ upload না হয়।

 


অভিন্দন! আপনি সম্পূর্ণভাবে NodeMCU V3 Module দিয়ে একটি Wifi Jammer তৈরি করে ফেলেছেন।


 

 

 
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url