NSDA Electrical Installation and Maintenance Level 02
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম লেভেল ২)
EIM L2 কম্পিটেন্সি বেজড লানিং ম্যাটেরিয়ালস (Competency Based Learning Materials) Construction sector PDF Bangla version List -
CBLM Bangla version | Code | Download |
---|---|---|
Using Hand Tools & Power Tools | EIM-01-V2-M1-L2 | Click |
Applying Fundamentals Skills for Electrical Works | EIM-02-V2-M2-L2 | Click |
Performing Wire and Cable Joints | EIM-03-V2-M3-L2 | Click |
Performing Installation of Electrical circuit | EIM-04-V2-M4-L2 | Click |
Performing Channel Wiring | EIM-05-V2-M5-L2 | Click |
Performing Conduit Wiring | EIM-06-V2-M6-L2 | Click |
Competency Standard - CS English version download করতে নিচে click করুন-
Practical Job EIM Level 2 (Free mode Click) Unlock
Some Wiring Diagram For EIM Level 2
![]() |
সার্কিট টেস্ট সমূহ |
---|
কন্টিনিউটি টেস্ট
- মেইন সুইচ বা মেইন সার্কিট ব্রেকার বন্ধ থাকবে।
- সাব সার্কিট ব্রেকারগুলো চালু রাখতে হবে।
- ইন্ডিকেটর থাকলে সংযোগ খুলে দিতে হবে।
- সুইচ বোর্ডে ফিউজ লাগানো থাকবে ও সুইচ বোর্ডের সকল সুইচ বন্ধ (OFF)থাকবে।
- হোল্ডার থাকলে বাতি লাগিয়ে রাখতে হবে।
- সিলিং রোজ থাকলে তারগুলো শর্ট করে দিতে হবে।
শর্ট সার্কিট টেস্ট :
যদি কোথাও লোড পয়েন্ট খোলা অবস্থায় AVO মিটার এর কাটা যদি 'O' শূন্যের দিকে যায় তাহলে সার্কিটে কোথাও শর্ট আছে।
ওপেন সার্কিট টেস্ট :
সকল লোড লাগিয়ে রাখতে হবে বা সিলিং রোজ থাকলে লোড পয়েন্ট শর্ট করে দিতে হবে যদি এক্ষেত্রে AVO মিটার এর কাঁটা 'অসীম মানের' দিকেই থাকে তাহলে সার্কিট ওপেন আছে বলে গণ্য হবে।
পোলারিটি টেস্ট :
ফেস লাইনে বা লাল তারে ফেজ লাইনের উপস্থিতি আছে কিনা তা পোলারিটি টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়ে থাকে। যেমন- এনার্জি মিটারে, সার্কিট ব্রেকারে, ফিউজের নিচে, সুইচের নিচে ও সকেটে নিয়ন টেস্টার দিয়ে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
ইন্সুলেশন রেজিস্ট্যান্স টেস্ট :
- মেইন সুইচ বা মেইন সার্কিট ব্রেকার বন্ধ থাকবে।
- সাব সার্কিট ব্রেকারগুলো চালু রাখতে হবে।
- ইন্ডিকেটর থাকলে সংযোগ খুলে দিতে হবে।
- সুইচ বোর্ডে ফিউজ লাগানো থাকবে ও সুইচ বোর্ডের সকল সুইচ চালু (ON) থাকবে।
- হোল্ডার থাকলে বাতি খুলে রাখতে হবে।
- সিলিং রোজ থাকলে তারগুলো খোলা রাখতে হবে।
মেগার মিটারের দুই প্রান্ত মেইন সুইচ বা মেইন সার্কিট ব্রেকারের আউটপুট প্রান্তে ধরতে হবে এবং মেগারের হাতল ১২০ আরপিএম (RPM) এ ঘুরাতে হবে, যদি মেগারের কাঁটা 'অসীম মানের' দিকে যায় তাহলে ইন্সুলেশন রেজিস্ট্যান্স টেস্ট ঠিক আছে। আর যদি মেগারের কাটা 'O' শূন্যের দিকে যায় তাহলে সার্কিটে কোথাও শর্ট আছে।
ইন্সুলেশন রেজিস্ট্যান্সের মান যদি '১ মেগা ওহম' এর কম হলে ঐ ক্যাবলের ইন্সুলেশন রেজিস্ট্যান্স খারাপ। অবশ্যই ফেজ, নিউট্রাল ও আর্থিং ক্যাবলের ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে।