Ceiling Fan Wiring Diagram MCQ Test
National Skills Development Authority (NSDA) প্রজেক্টের Electrical Installation and Maintenance (EIM) Level 02 সর্ম্পকিত MCQ প্রশ্ন ,নিজেকে যাচাই করতে এখনিই অংশগ্রহন করুন। CBT&A কম্পিডেন্ট Assessor দ্বারা ডিজাইনকৃত।
MCQ Test এ আপনাকে স্বাগতম
Total MCQ-10
0%
Question 1: ৫৬" ইঞ্চি সিলিং ফ্যান কত ওয়াট?
A) ৮০
B) ৯০
C) ৬০
D) ৪০
উওর:৫৬" ইঞ্চি সিলিং ফ্যান ৮০ ওয়াট ।
Question 2: ডিমার সার্কিট কিভাবে সংযোগ করা হয়?
A) প্যারালালে
B) সিরিজ-প্যারালালে
C) সিরিজে
D) মিশ্রভাবে
উওর: ডিমার/রেগুলেটর সার্কিটে সিরিজে সংযোগ থাকে।
Question 3: সিলিং ফ্যানে ক্যাপাসিটর এর কাজ কি?
A) স্টার্টিং টর্ক তৈরি করা
B) অতিরিক্ত ভোল্ট তৈরি করা
C) কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রন করা
D) রেজিস্টার ঠিক রাখা
উওর:িসলিং ফ্যানে ক্যাপাসিটর এর কাজ হলো স্টার্টিং টর্ক তৈরি করা
Question 4: সিলিং ফ্যানে ক্যাপাসিটর কোন কয়েলের সাথে সিরিজে সংযোগ করতে হয়?
A) স্টার্টিং কয়েলের সাথে
B) রানিং কয়েলের সাথে
C) উভয় কয়েলের সাথে
D) উপরের সবগুলো
উওর: সিলিং ফ্যানে ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযোগ করতে হয়।
Question 5: ওয়ান ওয়ে সুইচের সংক্ষিপ্ত রুপ কোনটি?
A) SPDT
B) DPST
C) SPST
D) DPDT
উওর: SPST = Single-Pole Single-Throw
Question 6: Round Multi Conductor নিচের কোনটি?
A) RE
B) RM
C) RMC
D) RC
উওর: RM = Round Multi Conductor.
Question 7: একজাস্ট ফ্যানে ব্যবহিত ক্যাপাসিটরের মান কত?
A) 2.5 uF
B) 2.0 RE
C) 1.0 uF
D) 2.0 uF
উওর: একজাস্ট ফ্যানে ব্যবহিত ক্যাপাসিটরের মান 2.0 uF মাইক্রোফেরাড।
Question 8: সিলিং ফ্যানে ব্যবহিত ক্যাপাসিটরের মান কত?
A) 2.5
B) 2.00
C) 1.0 uF
D) 2.5 uF
উওর: সিলিং ফ্যানে ব্যবহিত ক্যাপাসিটরের মান কত 2.5 uF মাইক্রোফেরাড।
Question 9: 48" সিলিং ফ্যান কত ওয়াট?
A) ৭০
B) ৮০
C) ৪০
D) ৬০
উওর: 48" সিলিং ফ্যান ৬০ ওয়াট
Question 10: ক্যাপাসিটরের একক কী?
A) ওহম
B) অ্যাম্পিয়ার
C) ফ্যারাড
D) ভোল্ট
উওর:ক্যাপাসিটরের একক ফ্যারাড এবং ব্যবহারিক একক মাইক্রোফেরাড।
আপনার রেজাল্ট
Total Questions Attempted: 0
সঠিক উওর: 0
ভুল উওর: 0
--