7 সেগমেন্ট ডিসপ্লে লেআউট । 7 Segment Display PCB Layout Design

 

7-Segment Display PCB Layout Design - Mr.Resistance
SIMULATION OF BCD TO 7-SEGMENT DISPLAY

1. Project Name:

7-Segment Display PCB Layout Design.

2. Project টি সম্পন্ন করতে আমাদের যা যা লাগবে:

  • Computer System. (কম্পিউটার বা ল্যাপটপ)।
  • Proteus Software . (সফটওয়্যার)।

7-Segment Display PCB Layout Design - Mr.Resistance
simulation
3. Working Step:

  • প্রথমে COMPUTER  থেকে PROTEUS SOFTWARE টি  OPEN করতে হবে। 

  • SOFTWARE টি OPEN হওয়ার পরে NEW PROJECTCLICK করতে হবে।

  • এরপর LEFT SIDEPICK DEVICE - OPTIONCLICK করতে হবে এবং KEYWORDS সার্চিং OPTION থেকে-

  1. 7 SEG-COM-CAT-GRN.
  2. RESISTOR.
  3. 4511.
  4. LOGICSTATE.
       PARTS গুলো SELECT করতে হবে।
  • এরপর TERMINALS MODE থেকে GROUND SELECT করতে হবে এবং সর্বশেষ এ GENERATOR MODE থেকে DC SUPPLY (5volt) SELECT করতে হবে।

  • এখন LOGICSTATE গুলোকে ক্রমানুসারে 4511 CHIP এর A,B,C,D TERMINAL এ সংযোগ করি এবং ৪টি RESISTOR কে ক্রমানুসারে চিত্রের ন্যায় A,B,C,D তে সংযোগ করতে হবে। এভাবে 4511 CHIP কে QA QB QC QD QE QF QG কে 7 seg display এর সাথে ক্রমানুসারে সংযোগ করতে হবে ও GROUND LINE এর সাথে RESISTOR এর অপর প্রান্ত গুলো 4511 CHIP এর LE/STB তে সংযোগ করি।

  • সর্বশেষ 4511 CHIP এর সাথে LTBI তে 5 ভোল্ট সংযোগ করতে হবে।

Output:

Show Display
Process
0 Run The Simulation.
1 Active 1st Logicstate.
2 Active 2nd Logicstate.
3 Active 1st & 2nd Logicstate.
4 Active 3rd Logicstate.
5 Active 1st & 3rd Logicstate.
6  Active 2nd & 3rd Logicstate.
7 Active 1st 2nd 3rd Logicstate.
8 Active 4th Logicstate.
9 Active 1st & 4th Logisctate.

7 Segment Display PCB Layout ।7 সেগমেন্ট ডিসপ্লে লেআউট । Manually Simulation Test । Mr. Resistance

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url