Direct On Line Starter for 3-phase motor Diagram
![]() |
Direct Online Starter for 3-phase motor |
প্রয়োজনীয় উপকরন সমূহ -
- ১টি Magnetic Contactor
- ১টি 3 Phase Motor
- ১টি ON এবং OFF Switch
- পরিবাহী তার।
DOL Starter এর পুর্ণরুপ হলো Direct on Line Starter. যে স্টার্টার সরাসরি লাইনের সাথে যুক্ত থাকে,তাকে DOL Starter বলে। এ ধরনের starter কারেন্ট কমাতে পারে না। এ স্টার্টার দ্বারা মোটর সহজে ON, OFF করা যায়।
DOL starter এ মূলত ২টি সার্কিট থাকে।
- POWER CIRCUIT(মোটরের কানেকশন)
- CONTROLLING CIRCUIT(সুইচিং কানেকশন)
POWER CIRCUIT CONNECTION
প্রথমে আমাদের Power সার্কিট এ ৩টি ফেজ L1, L2, L3 সার্কিট ব্রেকারে Input প্রান্তে সংযুক্ত করতে হবে। এরপর Circuit Breaker এর Output থেকে ৩টি ফেজ লাইন Magnetic contactor এর Input প্রান্ত L1. L2, L3 প্রান্তে সংযুক্ত করতে হবে। এবং Magnetic Contactor এর Output Terminal (T1, T2, T3) মোটরের w1, v1, u1 Terminal সংযুক্ত হয়েছে।
মোটরটি আমাদের স্টার (Star) বা ডেল্টা (Delta) কানেশন হতে পারে। ছোট মোটরে আমারা সাধারনত স্টার কানেকশন করে থাকি। এভাবে আমাদের DOL Starter এর Power circuit সম্পন্ন হয়েছে।