Automatic Changeover switch make diagram I অটো চেঞ্জার সুইচ তৈরি -

✅একটি Magnetic Contactor ব্যবহার করে Automatic Changeover switch তৈরি।

প্রয়োজনীয় উপকরনঃ 

  • ১টি ম্যাগনেটিক কন্টাক্টর (Magnetic Contactor) ।

  • ১টি হোল্ডার।

  • ১টি লাইট ।

  • ২টি পাওয়ার সাপ্লাই ।

  • পরিবাহী তার।

আমাদের যা জেনে রাখা প্রয়োজনঃ

  • A1 এবং A2 ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলের টার্মিনাল।
  • No = Normally Open.
  • NC = Normally Close


আমরা জানি,

একটি Magnetic Contactor স্বাভাবিক অবস্থায় (Without Power supply), NC প্রান্ত Normally Close অবস্থায় থাকে। অর্থাৎ শর্ট অবস্থায় থাকে। এবং যখন Power দেয়া হয়, তখন এর NC প্রান্ত Open আবস্থায় চলে যায়। NO প্রান্ত ঠিক NC বিপরীতভাবে কাজ করে থাকে।

কাজের বিবরণঃ

নিচের চিত্রে , একটি Magnetic Contactor দ্বারা simple automatic changeover switch তৈরি করা হয়েছে। যেখানে A1 এবং A2 Magnetic contactor এর কয়েল প্রান্ত। যেখানে ফেজ লাইননিউট্রাল লাইন input এর মাধ্যমে আমাদের contactor টি চালু হবে।

Main Line (Power supply1) : মেইন লাইনের ফেজ ও নিউট্রাল প্রান্ত A1 এবং A2 প্রান্তে সংযোগ করি। A1 থেকে ফেজ লাইন T1 প্রান্তে লুপ করি এবং A2 থেকে নিউট্রাল লাইন T3 তে লুপ করি।যা  L1 এবং L3 তে সংযুক্ত লাইটির সাথে ম্যাগনেটিক কন্টাক্টরের সার্কিট-টি সম্পন্ন করে। (যেহেতু A1, A2 কয়েল প্রান্তে ম্যাগনেটিক কন্টাক্টর ON অবস্থায় আছে, সেহেতু, ম্যাগনেটিক কন্টাক্টরের NC টার্মিনাল বর্তমানে খোলা অবস্থায় Open  আছে। তাই Generator এর লাইনটি কোনভাবে ম্যাগনেটিক কন্টাক্টরের NC প্রান্ত দ্বারা অতিক্রম হতে পারবে না। )

 Generator Line (Power supply2) : Generator Line এর ফেজ ও নিউট্রাল NC - Normally Close Auxiliary contact হয়ে L1 এবং L3 লাইটিং লোডে লুপ হয়ে Generator Line সাপ্লাই সার্কিট সম্পন্ন করে। 

যখনই Main Line এর সাপ্লাইটি বন্ধ হয়ে যাবে, তখন NC Auxiliary contact টি close হয়ে Generator এর Line এ supply পেয়ে বাতিটি  জ্বলে উঠবে।

 

নিচের ডায়াগ্রামটি কম অ্যাম্পিয়ার রেটিং সার্কিট এর জন্য প্রযোজ্য (৫ অ্যাম্পিয়ার) 
নিচের ডায়াগ্রামটি ২ টি ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করে একটি Automatic Changeover switch তৈরি করা হয়েছে।  

 

যা চিত্র ১ ডায়াগ্রামের  তুলনায় নিরাপত্তার দিক থেকে এগিয়ে থাকবে। কেননা উক্ত ডায়াগ্রামে Interlock system ব্যবহার করা হয়েছে। এছাড়াও উচ্চ অ্যাাম্পিয়ার রেটিং লোডের ক্ষেত্রে ডায়াগ্রামটি ব্যবহার করা যাবে।


 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url