Series Testing Board Wiring Diagram
সিরিজ টেস্টিং বোর্ড ডায়াগ্রাম
![]() |
চিত্র: সিরিজ টেস্টিং বোর্ড ডায়াগ্রাম |
সিরিজ ও প্যারালাল সমন্বয়ে একটি ওয়্যারিং ডায়াগ্রাম দেখানো হলো। এটি মূলত একটি টেস্টিং বোর্ড তৈরি করার ডায়াগ্রাম। টেস্টিং বোর্ড তৈরি পরে যেমন দেখতে হবে -
![]() |
চিত্র : সিরিজ টেস্টিং বোর্ড তৈরি |
প্রয়োজনীয় উপকরন
সুইজ বোর্ড , ফিউজ, ইন্ডিকেটর, SPST Switch সুইচ ২টি, ২পিন সকেট ২টি, ২ পিন প্লাগ, হোল্ডার , ১০০w লাইট, প্রয়োজনীয় তার।
বৈদ্যুতিক সার্কিটে শ্রেণিবিভাগ
বৈদ্যুতিক লোড ও রোধের সংযোগ বিন্যাস অনুযায়ী বৈদ্যুতিক সার্কিট ৩ প্রকার-
১. সিরিজ সার্কিট।
২. প্যারালা সার্কিট বা সমান্তরাল সার্কিট এবং
৩. সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট।
আমাদের যা জেনে রাখা প্রয়োজন
সিরিজ সার্কিট ঃ যে সার্কিটে বা বর্তনীতে বিদ্যুৎ চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকেই সিরিজ সার্কিট বলা হয়।
বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জার জন্য আমরা যে মরিচ বাতি দেখে থাকি, তাই সিরিজ বর্তনীর উদাহরণ।
![]() |
চিত্র : series circuit (সিরিজ বর্তনী) |
প্যারালাল সার্কিট ঃ যে সার্কিট বা বর্তনীতে বিদ্যুৎ চলাচলের একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে।
আমাদের বাসা বাড়িতে যে বর্তনী ব্যবহার করা হয় , সেগুলোই প্যারালাল বর্তনীর উদাহরণ।
![]() |
চিত্র : Parallel Circuit (প্যারালাল বর্তনী) |
সিরিজ | প্যারালাল |
---|---|
Voltage ভাগ হয়। | Voltage সমান থাকে। |
Current সমান থাকে। | Current ভাগ হয়। |
Resistance ভাগ হয়। | Resistance উল্টানুপাতিক। |