Series Testing Board Wiring Diagram

 সিরিজ টেস্টিং বোর্ড ডায়াগ্রাম

series testing board diagram - mrresistance.blogspot.com
চিত্র: সিরিজ টেস্টিং বোর্ড ডায়াগ্রাম

সিরিজ ও প্যারালাল সমন্বয়ে একটি ওয়্যারিং ডায়াগ্রাম দেখানো হলো। এটি মূলত একটি টেস্টিং বোর্ড তৈরি করার ডায়াগ্রাম। টেস্টিং বোর্ড তৈরি পরে যেমন দেখতে হবে -

series testing board make- mrresistance.blogspot.com
চিত্র : সিরিজ টেস্টিং বোর্ড তৈরি


প্রয়োজনীয় উপকরন

সুইজ বোর্ড , ফিউজ, ইন্ডিকেটর, SPST Switch সুইচ ২টি, ২পিন সকেট ২টি, ২ পিন প্লাগ, হোল্ডার , ১০০w লাইট,  প্রয়োজনীয় তার।


বৈদ্যুতিক সার্কিটে শ্রেণিবিভাগ

বৈদ্যুতিক লোড ও রোধের সংযোগ বিন্যাস অনুযায়ী বৈদ্যুতিক সার্কিট ৩ প্রকার-

১. সিরিজ সার্কিট।
২. প্যারালা সার্কিট বা সমান্তরাল সার্কিট এবং
৩. সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট।


আমাদের যা জেনে রাখা প্রয়োজন


সিরিজ সার্কিট ঃ যে সার্কিটে বা বর্তনীতে বিদ্যুৎ চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকেই সিরিজ সার্কিট বলা হয়। 

বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জার জন্য আমরা যে মরিচ বাতি দেখে থাকি, তাই সিরিজ বর্তনীর উদাহরণ। 

Series circuit diagram সিরিজ বর্তনী mrresistance.blogspot.com
চিত্র : series circuit (সিরিজ বর্তনী)

প্যারালাল সার্কিট ঃ যে সার্কিট বা বর্তনীতে বিদ্যুৎ চলাচলের একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে।

আমাদের বাসা বাড়িতে যে বর্তনী ব্যবহার করা হয় , সেগুলোই প্যারালাল বর্তনীর উদাহরণ। 

Parallel  circuit diagram প্যারালাল বর্তনী mrresistance.blogspot.com
চিত্র : Parallel Circuit (প্যারালাল বর্তনী)


সিরিজ প্যারালাল
Voltage ভাগ হয়। Voltage সমান থাকে।
Current সমান থাকে। Current ভাগ হয়।
Resistance ভাগ হয়। Resistance উল্টানুপাতিক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url