Ceiling Fan Wiring Diagram with MCQ Test । সিলিং ফ্যান সংযোগ

 সঠিক পদ্ধতিতে সিলিং ফ্যান সংযোগ 


সারাদিন এয়ার কন্ডিশনার চালানোর খরচ ছাড়াই আপনার বাড়িতে একটি সিলিং ফ্যান থাকা পুরো ঘরকে ঠান্ডা রাখার একটি দুর্দান্ত উপায়। 


Ceiling fan wiring Diagram
Ceiling Fan wiring diagram


সিলিং ফ্যান সংযোগের উপকরন সমূহ-

১. সিলিং ফ্যান (Ceiling Fan)  - হতে পারে সেটি ৩৬", ৪৮" কিংবা ৫৬" ।

২. ক্যাপাসিটর (Capacitor) - 2.5uF বা 3.5 uF মাইক্রোফেরাড ( 2.5uF Capacitor ব্যবহারের জন্য উত্তম ) ।

৩. ওয়ান ওয়ে সুইচ ( SPST Switch ) Single pole Single Through . 

৪. একটি রেগুলেটর / ডিমার ( Regulator / Dimmer ).

৫. পরিবাহী তার  1.5 RM  (Round Multi Conductor)


সিলিং ফ্যান সম্পর্কে আমাদের যা জেনে রাখা প্রয়োজন  -

সিলিং ফ্যান হলো বৈদু্্যতিক (AC) ডিভাইস। সাইজ অনু্যায়ী সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি, ৪৮ ইঞ্চি ও ৫৬ ইঞ্চি হয়ে থাকে।
 
  • ৩৬ ইঞ্চি সিলিং ফ্যান ৪০w ওয়াট 
  • ৪৮ ইঞ্চি সিলিং ফ্যান  ৬০w ওয়াট 
  • ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান ৮০w  ওয়াট
সিলিং ফ্যানে অভ্যন্তরে ২ টি কয়েল থাকে। স্টাটিং কয়েল (Starting Coil) ও রানিং কয়েল (Running Coil) স্টাটিং কয়েলে প্যাচ সংখ্যা বেশি থাকে (রেজিস্ট্যান্স বেশি) এবং স্টাটিং কয়েলের তুলনায় রানিং কয়েলে প্যাচ সংখ্যা কম থাকে। স্টাটিং কয়েল ক্যাপাসিটরের সাথে সিরিজে সংযুক্ত থাকে। ক্যাপাসিটরের কাজ হলো স্টাটিং টর্ক তৈরি করা। সিলিং ফ্যান এ ব্যবহিত ক্যাপাসিটর হলো 2.5 uf (মাইক্রোফেরাড)। এগজাস্ট ফ্যানে ব্যবহিত ক্যাপাসিটরের মান 2.0 uf (মাইক্রোফেরাড µ)
অনেক সময়  সিলিং ফ্যান এর ভেতরে শব্দ হয়, এর মূল কারন হলো সিলিং ফ্যানের বেয়ারিং নষ্ট যা মূলত বেয়ারিং পরির্বতনের মাধ্যমে ঠিক করা যায়।

সিলিং ফ্যান স্থাপনে সঠিক জায়গা নির্বাচন করা খুবই প্রয়োজন ।  ফ্যান এমন স্থানে স্থাপন করতে হবে যেনো, তার উপরে পযার্প্ত ফাকা জায়গা থাকে। কেননা  ফাকা জায়গা না থাকলে, এটি পর্যাপ্ত বাতাস না পাওয়ার কারণ। অনেক সময় দেখা যায়, সিলিং ফ্যান দোল খায়, এর মূল কারণ হলো ফ্যানের ব্লেড বাকা থাকা।

সিলিং ফ্যানের অভ্যন্তরীন ওয়্যারিং-
Ceiling Fan Internal Wiring



সিলিং ফ্যান এর ঘূনর্ণের দিক-

সিলিং ফ্যান যদি এন্টি ক্লকওয়াইচ (Anti Clockwise) দিকে ঘুরে, তাহলে ঘূনর্ণের দিক সঠিক আছে। ক্যাপাসিটরের সংযোগ ভুল হওয়ার কারনে  সিলিং ফ্যান উল্টো ঘুরে।

NOTE : আমাদের প্রত্যেকেই বাড়িতে ঘড়ি আছে। লক্ষ্য করলে আমরা দেখবো ঘড়ি একটি নিদির্ষ্ট দিকে ঘুরছে। এই নিদির্ষ্ট দিকে ঘুরাকেই বলা হয় ক্লকওয়াইচ (Clockwise) এবং ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাকে বলা হয়, এন্টি ক্লকওয়াইচ (Anti Clockwise)।







আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্ত্যরিক ধন্যবাদ । উক্ত বিষয়ে নিজেকে যাচাই করতে MCQ Test এ অংশ গ্রহন করতে পারেন।



MCQ TEST Ceilling Fan Wiring Diagram »
Next Post
No Comment
Add Comment
comment url