NSDA EIM Level 2 Questions & Answer I ইলেকট্রিক্যাল লেভেল-২ প্রশ্ন উওর



National Skills Development Authority (NSDA) প্রজেক্টের Electrical Installation and Maintenance (EIM) Level 02 সর্ম্পকিত প্রশ্ন উওর। CBT&A কম্পিডেন্ট Assessor দ্বারা ডিজাইনকৃত।


⭕Question & Answer (EIM Level-2) [Update Version]


১। wiring এ ব্যবহত দুটি হ্যান্ড টুলস এর নাম লিখ?
উওরঃ হ্যমার, প্লায়ার্স।

২। wiring এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত?
উওরঃ 1M ওহম ।

৩। ক্লো-হ্যামার কোন কাজে ব্যবহত হয়?
উওরঃ ক্লো-হ্যামার মূলত পেরেক উঠাতে এবং লাগানোর কাজে ব্যবহত হয়।

৪। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি?

উওরঃ যে সার্কিটে বিদ্যুৎ চলাচলের শুধুমাত্র একটি পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। বৈশিষ্ট্যঃ
1.Voltage ভাগ হয়।
2.কারেন্ট Current সমান থাকে।
3.লোড সমূহের রেজিস্ট্যান্সের যোগফল, মোট রেজিস্ট্যান্সের সমান।

৫। ক্যাবল টার্মিনাল থেকে ইন্সুলেশন অপসারনের সময় কি শতর্কতা অবলম্বন করতে হয়?
উওরঃ ক্যাবল টার্মিনাল থেকে ইন্সুলেশন অপসারনের সময় শতর্কতা অবলম্বন করতে হবে যাতে তারের খেই কেটে না যায়।

৬। ওয়্যার স্ট্রিপারের মূল কাজ কি?
উওরঃ ওয়্যার স্ট্রিপারের মূল কাজ তারের ইন্সুলেশন অপসারন করা।

৭। ট্রাই-স্কায়ার কিসের জন্য ব্যবহত হয়?
উওরঃ ৯০ ডিগ্রি কোণ পরীক্ষা এবং তৈরিতে ট্রাই-স্কয়ার ব্যবহার করা হয়।

৮। প্রতিরোধক মূলক রক্ষণাবেক্ষণ কি?
উওরঃ প্রতিরোধক মূলক রক্ষণাবেক্ষণ বলতে বুঝায়, নিয়মিত প্রক্রিয়া যার মাধ্যমে যন্ত্রপাতি এবং সিস্টেমের সম্ভাব্য সমস্যা প্রতিরোধ করা হয়।।

৯। কারেন্ট বহন ক্ষমতার সাথে ক্যাবলের আকার তুলনার উদ্দেশ্য কি?
উওরঃ ক্যাবল ওভারলোডিং, অতিরিক্ত গরম হওয়া রোধ করা।

১০। কন্ডাক্টরের পৃষ্ঠ্য পরিষ্কার করার সময় কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়?

উওরঃ ইলেকট্রিশিয়ান নাইফ / সিরিজ পেপার ।

১১। প্যারালাল সার্কিটের সুবিধা কি?
উওরঃ যে সার্কিটের বিদ্যুৎ চলাচলের এক বা একের অধিক পথ থাকে, তাকেই প্যারালাল সার্কিট বলে। প্যারালাল সার্কিটের সুবিধা হলো, সার্কিটের একটি লোড নষ্ট হয়ে গেলেও সার্কিটের অপর লোড সচল থাকবে।


১২। ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়?
উওরঃ Sub সার্কিটের সংখ্যা ও কারেন্ট রেটিং বিবেচনা করে ডিস্ট্রিবিউশন বা DB Box এর সাইজ নির্বাচন করা হয়।

১৩। ELCB (Earth-leakage circuit breaker) সার্কিট ব্রেকার কি?

উওরঃ ELCB (Earth-leakage circuit breaker) একটি সুরক্ষা ডিভাইস, যার Earth Fault কারেন্ট শনাক্ত করে এবং বাধা দেয়, যাতে মানুষের জীবণ রক্ষা করা যায় এবং বিদ্যুৎ এর ক্ষতি রোধ করা যায়।


১৪। পোলারিটি পরীক্ষা করার প্রধান উদ্দেশ্য কি?
উওরঃ পোলারিটি পরীক্ষা করার প্রধান উদ্দেশ্য হলো, সার্কিটের সঠিক পোল, টার্মিনাল সংযোগ নিশ্চিত করা। ফেজ ক্যাবলে সুইচ নিশ্চিত করা, যাতে বিদ্যুৎ বিপত্তি না ঘটে।

১৫। Specification পরীক্ষা করার উদ্দেশ্য কি?
উওরঃ সঠিক মান এবং প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ সমন্ন হয়েছে কিনা, তা নিশ্চিত করা।
 
১৬। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য কি পদক্ষেপ গ্রহন করা যেতে পারে?
উওরঃ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে কর্মীদের ট্রেইনিং এর ব্যবস্থা করা ও নিরাপত্তা মহড়ার আয়োজন করা। 
 
১৭। সহকর্মীদের সাথে ভালো ব্যবহারের সুফল কি?
উওরঃ কর্ম চাঞ্চল্য বৃদ্ধি পায়। সহকর্মীদের কাছে সহযোগিতা পাওয়া যায় এবং সুষ্ঠ পরিবেশ বজায় থাকে। 
 
১৮। ফিউজ কীভাবে কাজ করে?
উওরঃ ফিউজিং এলিমেন্ট রেটিং কারেন্টের বেশি কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হলে ফিউজিং এলিমেন্ট পুড়ে গিয়ে সার্কিট বিছিন্ন করে দেয়।

১৯।বাসবাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি?
উওরঃ সুবিধা - ক্যাবল লাক্স ব্যবহার করে একাধিক ক্যাবল সংযোগ করার সুবিধা পাওয়া যায়।
            অসুবিধা - বাসবার ব্যবহার করলে DB বা SDB  সাইজ আকারে বড় হয়। খরচ বৃদ্ধি পায়।

২০। MDB স্থাপনের জন্য কেমন স্থান নির্বাচন করবেন?
উওরঃ কোনো দূর্ঘটনা ঘটলে সহজেই যেন মেইন সার্কিটব্রেকার বন্ধ করা যায় এমন স্থানেই MDB স্থাপন উওম।

২১। Fuse এবং Circuit Breaker এর মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক?
উওরঃ Circuit breaker বেশি সুবিধাজনক, কারণ এতে ফিউজিং এলিমেন্ট পরির্বতনের কোনো ঝামেলা নেই।

২২। ১খেই ও বহু খেই বিশিষ্ট ক্যাবলের সুবিধা ও অসুবিধা কি?
উওরঃ ১ খেই বিশিষ্ট্য থেকে বহু খেই বিশিষ্ট্য ক্যাবল নমনীয় হয়। ফলে সহজে ভেঙ্গে যায় না। তাছাড়া একই সাইজের বহু খেই বিশিষ্ট্য ক্যাবল ১ খেই বিশিষ্ট্য ক্যাবল থেকে বেশি কারেন্ট বহন করতে পারে।

২৩। সার্কিটে সংযুক্ত circuit breaker থেকে Cable এর কারেন্ট রেটিং বেশি রাখা হয় কেন?
উওরঃ শর্ট সার্কিট হলে ক্যাবল ক্ষতিগ্রস্থ হওয়ার আগেই যেনো Circuit breaker টি ট্রিপ করে Circuit কে বিচ্ছিন্ন করে দেয়। এ জন্য সার্কিটে সংযুক্ত circuit breaker থেকে Cable এর কারেন্ট রেটিং বেশি রাখা হয়।
 
২৪। চ্যানেল ওয়্যারিং এর সুবিধা কি?
উওরঃ চ্যানেল ওয়্যারিং কম ব্যায় সাপেক্ষ। কম সময়ে সম্পাদন করা যায়। রক্ষনাবেক্ষণ সহজ এবং ক্যাবল পরির্বতনে ঝামেলা নেই।

২৫। কাজ শেষে যন্ত্রপাতি পরিচ্ছন্ন না করে রাখলে কি হবে?
উওরঃ যন্ত্রপাতি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখলে দীর্ঘদিন কাজের উপযোগী থাকে এবং না রাখলে যন্ত্রপাতিতে মরিচা ধরতে পারে।



Electrical Installation and Maintenance Level 02

NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format 🔥🔥🔥 NTVQF (BTEB) Question Format🔥🔥🔥

১। এনার্জি মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত সর্বনিম্ন কত মানের তার ব্যবহার করা হয়?
উওরঃ 4 RM (৪ আর এম)।

২। টু-পিন সকেটে (Two Pin Socket) কত অ্যাম্পিয়ার বহন করে?
উওরঃ ৫ অ্যাম্পিয়ার (5 Amp)।

৩। থ্রি পিন পাওয়ার সকেট (Three pin power Socket) সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার?
উওরঃ ১৫ অ্যাম্পিয়ার (15 Amp)।

৪। পাওয়ার সকেটে (Power Socket) সর্বোনিম্ন কত RM ক্যাবল ব্যবহার করা হয়?
উওরঃ 2.5 RM ।

৫। পাওয়ার সকেটে সর্বোচ্চ কত ওয়াট বিবেচনা করা হয়?
উওরঃ ৩০০০ ওয়াট ।

৬। লাইটিং সার্কিটে সর্বনিম্ন কত মানের তার ব্যবহার করা হয়?
উওরঃ 1.5 RM ।

৭।পাওয়ার সকেট (Power Socket) মেঝে থেকে কতটুকু উপরে স্থাপন করা হয়?
উওরঃ ১ ফুট (1 Feet) ।

৮। 2.5 RM তার সর্বোচ্চ কত কারেন্ট/অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে?
উওরঃ ২০-২২ অ্যাম্পিয়ার ।

৯। থ্রি-পিন পাওয়ার সার্কিটে ব্যবহত আর্থিং তার এর সাইজ কত?
উপরঃ 1.5 RE ।

১০। RM ও RE পূর্ন রুপ কী?
উওরঃ RM = Round Multi Conductor, RE= Round Each Conductor.

১১। একটি লাইটিং সাব সার্কিট কত ওয়াট?
উওরঃ ৮০০ ওয়াট ।

১২।ওয়াল বা দেয়াল কাটার কাজে কোন টুলস ব্যবহার করা হয়?
উওরঃ অ্যাঙ্গেল গ্রাইন্ডার/ ইলেকট্রিক গ্রাইন্ডার/ গ্রাইন্ডিং মেশিন।

১৩। সুইচ বোর্ড মেঝে থেকে কত উচ্চতায় বসাতে হয় ?
উওরঃ ৪.৫ ফুট থেকে ৫ ফুট / ১.৫ মিটার ।

১৪।সুইচ কত অ্যাম্পিয়ার বহন করে?
উওরঃ ৫ অ্যাম্পিয়ার ।

১৫। পোলারিটি টেস্ট কেন করা হয়?
উওরঃ সুইচে ফেস তারের উপস্থিতি নিশ্চিত করার জন্য।

১৬। কিসের সাহায়্যে ওয়্যার/তার এর রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়?
উওরঃ মেগার।

১৭।ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের সময় মেগার মিটারের হাতল কত আরপিএম এ ঘোরাতে হবে?
উওরঃ 120 RPM ।

১৮।কিসের উপর ভিত্তি করে ক্যাবলের বা মেইন তারের সাইজ নির্ণয় করা হয়?
উওরঃ লোড কারেন্ট এর উপর।

১৯।ডিমার/রেগুলেটের সার্কিটে কিভাবে সংযোগ করা হয় ?
উওরঃ সিরিজে।

২০।ফিউজ কত অ্যাম্পিয়ার বহন করে?
উওরঃ সর্বনিম্ন ৫ অ্যাম্পিয়ার।

২১।AVO এর পূর্ণরুপ লেখ?
উওরঃ অ্যামিটার (Ammeter), ভোল্টমিটার (Volt Meter), ওহম মিটার (Ohm Meter) ।

২২। SDB এর পূর্ণরূপ লেখ?
উপরঃ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড (Sub Distribution Board) ।

২৩।সার্কুলার বক্সে সর্বোচ্চ কতটি পয়েন্ট থাকে?
উওরঃ ৪টি ।

২৪।সেন্টার লাইনের প্রতীক আঁক?
উওরঃ ____ __ ____ __ ____ __ _____ ___ ____
 
২৫। ফিউজ এর প্রতীক লিখ?
উওরঃ 


 
২৬।কন্ডইট ওয়্যারিং এ গ্রোভ কাটার জন্য কী টুলস ব্যবহার করা হয়?
উওরঃ গ্রান্ডিং মেশিন, কোল্ড চিজেল, হ্যামার ইত্যাদি।

২৭।কন্ডইট ওয়্যারিং কাজে সর্বোচ্চ কতটি সকেট থাকে?
উওরঃ ৪ টি ।

২৮। কন্ডইট ওয়্যারিং কত প্রকার ও কী কী ?
উওরঃ ২ প্রকার, যথা- সারফেস কন্ডইট ও কনসিল্ড কন্ডইট ওয়্যারিং।

২৯।কন্ডইট/পাইপ কতটুকু লম্বা হয়ে থাকে?
উওরঃ 10 ফুট/ ৩ মিটার।

৩০। কন্ডইটের সাইজগুলো কী কী?
উওরঃ ১/২” (১৩ মি.মি), ৩/৪” (১৯ মি.মি), ১” (২৫ মি.মি) ।

৩১।কন্ডইট ওয়্যারিং এ ব্যবহত ৩ টি ফিটিং এর নাম লিখ?
উওরঃ এলবো, বেন্ড, রয়্যাল প্লাগ, স্যাডল, সার্কুলার বক্স ইত্যাদি।

৩২। কন্ডইট ওয়্যারিং করার সময় পাইপের ভিতরে কতটুকু জায়গা ফাকা রাখতে হয়?
উওরঃ ২৫-৩০% ।

৩৩।কন্ডইট ওয়্যারিং এ স্যাডলের দুরুত্ব কত?
উওরঃ ২.৫ - ৩ ফুট / ৭০ থেকে ৮০ সে.মি।

৩৪। ফিস ওয়্যার কোথায় ব্যবহার করা হয়?
উওরঃ কন্ডইটের ভিতরে তার টানার জন্য।

৩৫।কন্ডইট ওয়্যারিং এ পাইপের ভিতরে তার টানতে কী ব্যবহার করা হয়?
উওরঃ ফিস ওয়্যার।

৩৬।কন্ডইট ওয়্যারিং এ কী কী পিপিই প্রয়োজন?/গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওয়াল কাটার সময় প্রয়োজনীয় PPE কী কী?
উওরঃ হেলমেট, সেফটি-সু, মাস্ক, এপ্রোন, গগলস ইত্যাদি।

৩৭।ওয়ার্কশপে দূর্ঘটনা ঘটলে কাকে জানাতে হবে?
উওরঃ সুপারভাইজারকে।

৩৮।থ্রি-পিন প্লাগের আর্থ টার্মিনাল বড় রাখা হয় কেনো?
উওরঃ লিকেজ কারেন্ট দ্রুত মাটিতে প্রেরনের জন্য।

৩৯। সিলিং ফ্যানের (Ceiling Fan) কয়েল কয়টি ও কী কী?
উওরঃ ২টি, স্টারর্টিং কয়েল ও রানিং কয়েল।

৪০। সিলিং ফ্যানে ব্যবহত ক্যাপাসিটর এর মান কত?
উওরঃ 2.5 uF (মাইক্রোফেরাড) ।

৪১।এগজাস্ট ফ্যানে কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
উওরঃ 2.0uF (মাইক্রোফেরাড) ।

৪২।সিলিং ফ্যানে ক্যাপাসিটর কোন কয়েলের সাথে সিরিজে সংযোগ করতে হয়?

উওরঃ স্টারর্টিং কয়েল।

৪৩। সিলিং ফ্যানের রানিং কয়েল ও স্টারর্টিং কয়েলের ভিতরে কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি?
উওরঃ স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি হয়।

৪৪। সিলিং ফ্যানে কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি?
উওরঃ স্টার্টিং কয়েলে।

৪৫। ৫৬” সিলিং ফ্যান কত ওয়াট?
উওরঃ ৮০ ওয়াট।

৪৬।সিলিং ফ্যানে ক্যাপাসিটর এর কাজ কী?
উওরঃ স্টার্টিং টর্ক তৈরি করা।

৪৭।সিলিং ফ্যান উল্টা ঘোরার কারণ কী?
উওরঃ ক্যাপাসিটরের সংযোগ ভুল হয়েছে।

৪৮।সিলিং ফ্যান শব্দ হওয়ার কারণ কী?
উওরঃ বেয়ারিং নষ্ট ।

৪৯।সিলিং ফ্যান থেকে পর্যাপ্ত বাতাস না পাওয়ার কারণ কী?
উওরঃ ফ্যানের উপর পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকার কারনে।

৫০।সিলিং ফ্যান দোল খাওয়ার কারণ কী?
উওরঃ ফ্যানের ব্লেড বাঁকা থাকার জন্য/ পাখা বাঁকা থাকার জন্য।

৫১।সুইচ বোর্ডে ফিউজ কর অ্যাম্পিয়ার বহন করে?
উওরঃ ৫ অ্যাম্পিয়ার (5 Amp) ।

৫২।শিল্প কলকারখানায় কোন ওয়্যারিং ব্যবহার করা হয় ?
উওরঃ সারফেস কন্ডইট ওয়্যারিং ।

৫৩।ক্যাবলের ইন্সুলেশন অপসারন করার জন্য কী ব্যবহার করা হয়?
উওরঃ ওয়্যার স্ট্রিপার।

৫৪।আয়রন মেশিনের কয়েল সিরিজ টেস্ট বোর্ড দিয়ে চেক করার সময় টেস্ট ল্যাম্পের আলো কেমন হবে?
উওরঃ পূর্ন আলো দিবে।

৫৫।ওয়ালে মার্কিং/ লে আউট করার জন্য কোন টুলস ব্যবহার করা হয়?
উওরঃ থ্রেট বল/ সুতা ও নীল।

৫৬।সুইচে ফেজ লাইন আছে কিনা সেটা কোন টেস্টের মাধ্যমে বোঝা যায়?
উওরঃ পোলারিটি টেস্ট ।

৫৭।বাসবার কিসের তৈরি?
উওরঃ তামা, অ্যালুমিনিয়াম ।

৫৮।গ্রাইন্ডার মেশিনে ব্যবহত ব্লেডের/ডিস্কের সাইজ কত?
উওরঃ ৪” ইঞ্চি ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url