NSDA EIM Level 2 Questions
MCQ Test এ আপনাকে স্বাগতম
Total MCQ-25
Question 1:একই মানের দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে-
A) সমান
B) দ্বিগুণ
C) অর্ধেক
D) চারগুন
Explanation:একই মানের দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স অর্ধেক হবে।
Question 2:এ.সি কারেন্টকে ডি.সি কারেন্টে পরিবর্তন করা যায়-
A) রেকটিফায়ারের সাহায্যে
B) ইনভার্টারের সাহায্যে
C) এনার্জি মিটারের সাহায্যে
D) মাল্টিমিটারের সাহায্যে
Explanation:এ.সি কারেন্টকে ডি.সি কারেন্টে পরিবর্তন করা যায় রেকটিফায়ারের সাহায্যে।
Question 3: পাওয়ার লোডে ব্যবহত সর্বনিম্ন তারের সাইজ-
A) ১.৩ আর.এম
B) ২.৫০ আর.এম
C) ৩.০০ আর.এম
D) ৪.৫ আর.এম
Explanation:পাওয়ার লোডে ব্যবহত সর্বনিম্ন তারের সাইজ ২.৫০ আর.এম।
Question 4: তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহির দৈর্ঘ্য=
A) বৃদ্ধি পায়
B) হ্রাস পায়
C) দ্বিগুণ হয়
D) কোনটিই নয়
Explanation: তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহির দৈর্ঘ্য বৃদ্ধি পায়।
Question 5: চোক কয়েল টিউব লাইটের সাথে কিভাবে সংযুক্ত থাকে?
A) সিরিজে
B) প্যারালালে
C) মিশ্রভাবে
D) কোনভাবেই নয়।
Explanation:চোক কয়েল টিউব লাইটের সাথে সিরিজে সংযুক্ত থাকে।
Question 6: ইনসুলেশন হিসেবে ব্যবহত হয়-
A) নাইক্রোম
B) পি.ভি.সি
C) তামা
D) কার্বন
Explanation:ইনসুলেশন হিসেবে ব্যবহত হয় পি.ভি.সি
Question 7: সেফটি ডিভাইস হিসেবে ব্যবহত হয় –
A) সুইচ
B) থার্মোস্ট্যাট
C) এম.ডি.বি
D) সার্কিট ব্রেকার
Explanation:সেফটি ডিভাইস হিসেবে ব্যবহত হয় সার্কিট ব্রেকার।
Question 8:কোনটি PPE এর বৈশিষ্ট্য নয়-
A) প্রতিরক্ষামূলক
B) ধৌত উপযোগি
C) ওজনে ভারী
D) শক্তিশালী
Explanation:PPE (Personal protective equipment) এর বৈশিষ্ট্য নয়-ওজনে ভারী।
Question 9:কোনটি হ্যান্ড টুল?-
A) পাওয়ার-স
B) কম্বিনেশন প্লায়ার্স
C) ওয়েল্ডিং মেশিন
D) বেঞ্চ ড্রিল মেশিন
Explanation:কম্বিনেশন প্লায়ার্স হলো হ্যান্ড টুলস।
Question 10: জয়েন্টের সর্বশেষ ধাপ কোনটি?
A) টেপিং
B) ডি-ইনসুলিং
C) সোল্ডারিং
D) জয়েন্টিং
Explanation:জয়েন্টের ধাপ ৫ টি ।জয়েন্টের সর্বশেষ ধাপ টেপিং।
Question 11:ইলেকট্রিক সর্ট সার্কিটে উৎপন্ন আগুন নিবারনে কোন পদার্থ ব্যবহার করা উচিত নয়-
A) ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইসার
B) পানি
C) বালু
D) কার্বন-ডাই অক্সাইড এক্সটিংগুইসার
Explanation:ইলেকট্রিক সর্ট সার্কিটে উৎপন্ন আগুন নিবারনে পানি ব্যবহার করা উচিত নয় ।
Question 12:নিচের কোনটি মেজারিং টুল?
A) ট্রাইস্কয়ার
B) হ্যাক-স
C) পাইপ রেঞ্জ
D) কম্বিনেশন প্লায়ার্স
Explanation:ট্রাইস্কয়ার একধরনের মেজারিং টুল।
Question 13:এ্যাম্পিয়ার কিসের একক?
A) ভোল্টেজ
B) কারেন্ট
C) রেজিস্ট্যান্স
D) ওয়াট
Explanation:কারেন্টের একক এ্যাম্পিয়ার ।
Question 14:মেগার দিয়ে কি পরিমাপ করা হয়?
A) ভোল্টেজ
B) ইনসুলেশন রেজিস্ট্যান্স
C) কারেন্ট
D) পরিবাহিতা
Explanation: েমগার দিয়ে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।
Question 15:কোনটি ইলেকট্রিশিয়ানের কাজ নয়–
A) গোডাউন স্থাপন
B) মটর কানেকশন
C) কন্টিনিউটি টেস্টিং
D) ইলেকট্রিক সার্কিট রিপেয়ার
Explanation: গোডাউন স্থাপন ইলেকট্রিশিয়ানের কাজ নয়।
Question 16:কোনটি ভার্বাল কমুনিকেশন-
A) গেসিয়াল এক্সপ্রেশন
B) ট্যাচিং
C) আই কন্টাক্ট
D) উপরের কোনটিই নয়
Explanation:উপরের কোনটিই নয়।
Question 17:প্যাডেস্টাল ফ্যান কত ওয়াট হয়ে থাকে?
A) ৮০ ওয়াট
B) ৯০ ওয়াট
C) ৬০ ওয়াট
D) ৭০ ওয়াট
Explanation:প্যাডেস্টাল ফ্যান ৯০ ওয়াট।
Question 18:হরিজেন্টাল লেভেল চেক করার জন্য কোন টুলস ব্যবহার করা হয়?
A) মেজারিং টেপ
B) স্টিল রুল
C)ট্রাইস্কয়ার
D) ওয়াটার/স্প্রিট লেভেল
Explanation: হরিজেন্টাল লেভেল চেক করার জন্য ওয়াটার/স্প্রিট লেভেল টুলস ব্যবহার করা হয় ।
Question 19:সলিড তারের কয়টি খেই?
A) ১টি
B) ২ টি
C) ৩টি
D) ৪টি
Explanation: RE বা সলিড তারের খেই ১টি।
Question 20:নিয়ন টেস্টারের কাজ কি?
A) স্ক্র খুলতে
B) স্ক্র লাগাতে
C) বিদ্যুতের উপস্থিতি নির্নয়ে
D) কন্টিনিউটি টেস্ট
Explanation: িনয়ন টেস্টারের কাজ বিদ্যুতের উপস্থিতি নির্নয় বা পোলারিটি চেক করতে ।
Question 21:পাওয়ার সকেটে সর্বোচ্চ কত ওয়াট?
A) ২০০০ ওয়াট
B) ৩০০০ ওয়াট
C) ২২০০ ওয়াট
D) ৩২০০ ওয়াট
Explanation: পাওয়ার সকেটে সর্বোচ্চ ৩০০০ ওয়াট।
Question 22:একটি লাইটিং সাব সার্কিট কত ওয়াট ?
A) ৭০০ ওয়াট
B) ৮০০ ওয়াট
C) ১০০০ ওয়াট
D) ৩০০০ ওয়াট
Explanation:একটি লাইটিং সাব সার্কিট ৮০০ ওয়াট।
Question 23:টু ওয়ে সুইচের সংক্ষিপ্ত রুপ কোনটি?
A) DPDT
B) DPST
C) SPST
D) SPDT
Explanation:SPDT=Single Pole, Double Throw
Question 24:কোন ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রিক্যাল ফিটিংস ও ফিক্সারের সংযোগ সম্পর্কে জানা যায়?
A) সিভিল ড্রয়িং
B) সিঙ্গেল লাইন ডায়াগ্রাম
C) ইন্সটলেশন ডায়াগ্রাম
D) লে-আউট
Explanation:ইন্সটলেশন ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রিক্যাল ফিটিংস ও ফিক্সারের সংযোগ সম্পর্কে জানা যায়।
Question 25:ওয়্যারিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত?
A) 1M ওহম
B) 10M ওহম
C) 1K ওহম
D) 1 ওহম
Explanation: ওয়্যারিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান 1M ওহম।
আপনার রেজাল্ট
Total Questions Attempted: 0
সঠিক উওর: 0
ভুল উওর: 0
--
EIM Leve2 Question & Answer