NSDA EIM Level 2 Questions paper-2


National Skills Development Authority (NSDA) প্রজেক্টের Electrical Installation and Maintenance (EIM) Level 02 সর্ম্পকিত MCQ প্রশ্ন ,নিজেকে যাচাই করতে এখনিই অংশগ্রহন করুন। CBT&A কম্পিডেন্ট Assessor দ্বারা ডিজাইনকৃত। 
 
 

 

MCQ Test এ আপনাকে স্বাগতম

Total MCQ-30



0%


Question 1: কর্মস্থলের নিরাপত্তা বলতে বুঝায় -
A) যন্ত্রপাতির নিরাপত্তা
B) ওয়ার্কশপের নিরাপত্তা
C) ব্যাক্তির নিরাপত্তা
D) অফিস ফাইলের নিরাপত্তা
উওর: কর্মস্থলের নিরাপত্তা বলতে বুঝায় ব্যাক্তির নিরাপত্তা।
Question 2: বৈদ্যুতিক দুর্ঘটনায় একজন ইলেকট্রিশিয়ানের জন্য সর্বপ্রথম যা করতে হবে-
A) নিরাপদে সরে যেতে হবে
B) মেশিন বন্ধ করতে হবে
C) মেইন সুইচ বন্ধ করতে হবে
D) কাজ রেখে পালিয়ে যেতে হবে
উওর: বৈদ্যুতিক দুর্ঘটনায় একজন ইলেকট্রিশিয়ানের সর্বপ্রথম কাজ মেইন সুইচ বন্ধ করা।
Question 3: মানুষের প্রথম যোগাযোগ মাধ্যম কোনটি ?
A) ইশারা
B) চিত্র
C) পথ
D) ফেসবুক
উওর: মানুষের প্রথম যোগাযোগ মাধ্যম ইশারা।
Question 4: নন ভারবাল কমিউনিকেশন কোনটি?
A) সমাবেশ
B) আলোচনা
C) কথোপকথোন
D) চিত্র
উওর: নন ভারবাল কমিউনিকেশন হলো- চিত্র।
Question 5: ছুটির প্রয়োজন হলে সর্বপ্রথম কাকে জানাতে হবে?
A) সহর্কমী
B) ম্যানেজার
C) সুপারভাইজার
D) সহপাঠি
উওর: ছুটির প্রয়োজন হলে সর্বপ্রথম সুপারভাইজারকে জানাতে হবে।
Question 6: SOP এর পূর্ণ অর্থ কি?
A) Standard Operating Procedures
B) Sort Optimum plan
C) Swift operating process
D) Smart operating procedure
উওর: SOP এর পূর্ণ অর্থ Standard Operating Procedures.
Question 7: কোনটি চাকুরির শর্তের আওতায় পড়ে না?
A) কোড অব প্রাকটিস
B) মিল (খাদ্য)
C) পলিসি
D) অ্যাওর্য়াড/পুরুষ্কার
উওর: মিল বা খাদ্য চাকুরির শর্তের আওতায় পড়ে না।
Question 8: কনস্ট্রাকশন সেক্টরের জন্য প্রয়োজনীয় ড্রয়িং নয় কোনটি?
A) টেকনিক্যাল ড্রয়িং
B) স্কেচ
C) পেইন্টিং
D) ডায়াগ্রাম
উওর: কনস্ট্রাকশন সেক্টরের জন্য প্রয়োজনীয় ড্রয়িং নয়- পেইন্টিং।
Question 9: বস্তুর উপরিভাগে দাগ কাটতে ব্যবহার করা হয়?
A) স্ক্রাইবার
B) স্ক্রাপার
C) পোকার
D) হেলমেট
উওর: বস্তুর উপরিভাগে দাগ কাটতে ব্যবহার করা হয় স্ক্রাইবার।
Question 10: হ্যাক-স ব্লেড কোন ধরনের টুলস?
A) কাটিং টুলস
B) মার্কিং টুলস
C) মেজারিং টুলস
D) উপরের সবগুলো
উওর: হ্যাক-স ব্লেড হলো কাটিং টুলস।
Question 11: ফিউজ কোথায় লাগাতে হয়?
A) ফেজ লাইনে
B) নিউট্রাল লাইনে
C) আর্থিং লাইনে
D) উপরের সবগুলো
উওর: ফিউজ ফেজ লাইনে লাগাতে হয়।
Question 12: আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি কোন ধরনের বিদ্যুৎ?
A) এসি বিদ্যুৎ
B) ডিসি বিদ্যুৎ
C) কিলো ওয়াট
D) স্থির বিদ্যুৎ
উওর: আমরা বাসাবাড়িতে এসি বিদ্যুৎ ব্যবহার করি।
Question 13: বৈদ্যুতিক লাইট ঝুলিয়ে রাখার জন্য কোন হোল্ডার ব্যবহার করা হয়?
A) কি সুইচ হোল্ডার
B) ব্যাটেন হোল্ডার
C) ব্র্যাকেট হোল্ডার
D) প্যান্ডেন্ট হোল্ডার
উওর: বৈদ্যুতিক লাইট ঝুলিয়ে রাখার জন্য প্যান্ডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়।
Question 14: একটি বাতির ভোল্টেজ ২৩০ ভোল্ট এবং কারেন্ট ১ অ্যাম্পিয়ার হলে উক্ত বাতির পাওয়ার কত?
A) ২৩০ ওয়াট
B) ২৪০ ওয়াট
C) ২৫০ ওয়াট
D) ১ কিলোওয়াট
উওর: একটি বাতির ভোল্টেজ ২৩০ ভোল্ট এবং কারেন্ট ১ অ্যাম্পিয়ার হলে উক্ত বাতির পাওয়ার ২৩০ ওয়াট।
Question 15: নিউট্রাল ও আর্থিং এর জন্য কি কি কালার ক্যাবল ব্যবহার করা হয়?
A) লাল + কালো
B) হলুড + বেগুনী
C) কালো + সবুজ
D) লাল + সবুজ
উওর: নিউট্রাল ও আর্থিং এর জন্য কালো ও সবুজ কালার ক্যাবল ব্যবহার করা হয়।
Question 16: ২.৫ মি.মি তারের কারেন্ট ক্যাপাসিটি কত?
A) ১২ অ্যাম্পিয়ার
B) ১৫ অ্যাম্পিয়ার
C) ১৮ অ্যাম্পিয়ার
D) ১০ অ্যাম্পিয়ার
উওর: ২.৫ মি.মি তারের কারেন্ট ক্যাপাসিটি ১৮ অ্যাম্পিয়ার।
Question 17: বাসা বাড়িতে সুইচ বোর্ড কত উঁচুতে বসাতে হয়?
A) ১.০ মিটার
B) ১.৫ মিটার
C) ২.০ মিটার
D) ২.৫ মিটার
উওর: বাসা বাড়িতে সুইচ বোর্ড ১.৫ মিটার উঁচুতে বসাতে হয়।
Question 18: সব থেকে পাওয়ার সেভিং ল্যাম্প কোনটি?
A) LED ল্যাম্প
B) CFL ল্যাম্প
C) আর্ক ল্যাম্প
D) ইনকেন্ডিসেন্ট ল্যাম্প
উওর:LED Lamp সব থেকে পাওয়ার সেভিং ল্যাম্প।
Question 19: PVC এর পুরো নাম কি?
A) পলি ভোল্টেজ কারেন্ট
B) পলি ভিনাইল ক্লোরাইড
C) পলি ডলগা ক্লোরাইড
D) পলি ভিনাইল কারেন্ট
উওর: PVC= পলি ভিনাইল ক্লোরাইড (Polyvinyl chloride).
Question 20: কল-কারখানায় ব্যবহত হয় কোন ধরনের ওয়্যারিং?
A) চ্যানেল ওয়্যারিং
B) ক্লিট ওয়্যারিং
C) সারফেজ কন্ডূইট ওয়্যারিং
D) কনসিল্ড কন্ডূইট ওয়্যারিং
উওর: কল-কারখানায় ব্যবহত হয়,সারফেজ কন্ডূইট ওয়্যারিং।
Question 21: সুইচ কোন ধরনের ডিভাইস?
A) ব্যবহার যন্ত্র
B) রক্ষনযন্ত্র
C) নিয়ন্ত্রন যন্ত্র
D) উপরের সবগুলো
উওর: সুইচ নিয়ন্ত্রন ডিভাইস।
Question 22: কোন পরিবাহির ১x৭/০.৩৬ মি.মি দ্বারা কি বোঝানো হয়?
A) ১ খেই ৭ কোর এবং প্রতি খেইয়ের ব্যাস ০.৩৬
B) ১ কোর ৭ খেই এবং প্রতি খেইয়ের ব্যাস ০.৩৬
C) ১ কোর ০.৩৬ খেই এবং প্রতি খেইয়ের ব্যাস ৭
D) ১ খেই ০.৩৬ কোর এবং প্রতি খেইয়ের ব্যাস ৭
উওর: ১x৭/০.৩৬ মি.মি = ১ কোর ৭ খেই এবং প্রতি খেইয়ের ব্যাস ০.৩৬ ।
Question 23: মেগারের হাতল প্রতি মিনিটে কত স্পিডে ঘুরাতে হয়?
A) ৮০ আর.পি.এম
B) ৯০ আর.পি.এম
C) ৭০ আর.পি.এম
D) ১২০ আর.পি.এম
উওর: েমগারের হাতল প্রতি মিনিটে ১২০ আর.পি.এম স্পিডে ঘুরাতে হয় ।
Question 24: সমস্যা সমাধানের প্রধান বাধা কি?
A) ক্রটি চিহ্নিত
B) পারস্পরিক অসহযোগিতা
C) দলবদ্ধ হয়ে কাজ করা
D) কোনটিই নয়
উওর: সমস্যা সমাধানের প্রধান বাধা পারস্পরিক অসহযোগিতা ।
Question 25: কোন ডায়গ্রামের সাহায্যে ইলেকট্রিক্যাল ফিটিংস ও ফিক্সারের সংযোগ সম্পর্কে জানা যায়?
A) সিভিল ড্রয়িং
B) সিঙ্গেল লাইন ডায়াগ্রাম
C) লে-আউট ডায়াগ্রাম
D) ইন্সটলেশন ডায়াগ্রাম
উওর: ইন্সটলেশন ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রিক্যাল ফিটিংস ও ফিক্সারের সংযোগ সম্পর্কে জানা যায়।
Question 26: ওয়্যারিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত?
A) 1 ওহম
B) 10M ওহম
C) 1M ওহম
D) 100M ওহম
উওর: ওয়্যারিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন 1M ওহম হওয়া উচিত।
Question 27: SM কি?
A) Sector Multi Conductor
B) Sector Each Multi Conductor
C) Sector Motor
D) Senior Conductor
উওর: SM = Sector Multi Conductor
Question 28: 56" সিলিং ফ্যান কত ওয়াট?
৯০ ওয়াট
B) ৮০ ওয়াট
C) ৬০ ওয়াট
D) ৫৬ ওয়াট
উওর: 56" সিলিং ফ্যান ৮০ ওয়াট।
Question 29: বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের Frequency কত?
A) 60Hz
B) 50Hz
C) 120Hz
D) 40Hz
উওর: বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের Frequency 50Hz.
Question 30: EIM বলতে কি বুঝায় -
ELECTRICAL INSTALLATION AND MAINTENANCE.
B) ELECTRONIC INSTALLATION AND MAINTENANCE
C) ELECTRICITY INSTALLATION AND MAINTENANCE
D) ENERGY INSTALLATION AND MAINTENANCE
উওর: EIM = ELECTRICAL INSTALLATION AND MAINTENANCE.

আপনার রেজাল্ট

Total Questions Attempted: 0

সঠিক উওর: 0

ভুল উওর: 0

--



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url