Prepaid Meter । প্রি-পেইড মিটার কিভাবে কাজ করে?
⭕প্রিপেইড মিটার
প্রি-পেইড মিটার একটি বৈদ্যুতিক মিটার। যা একজন ব্যবহারকারীর বিদ্যুৎ ব্যবহারের সময় ধীরে ধীরে টাকা কেটে নেয় এবং টাকা শেষ হয়ে গেলে মিটারটি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ( এটি আমাদের মোবাইলে ব্যবহত সিম এর কাজ করে থাকে। ) পুনরায় বিদ্যুৎ ব্যবহার করতে চাইলে, মিটারটিতে রিচার্জ করে হবে।
⭕প্রিপেইড মিটারের কোড সমূহ (Wasion Group)
সিঙ্গেল ফেজ মিটারের ক্ষেত্রে-
- মিটারের ব্যালেন্স দেখার জন্য - ০২
- মিটার চালুর পর কত ইউনিট ব্যবহার হয়েছে দেখার জন্য - ০৩
- বর্তমান মাসে কি পরিমান ইউনিট ব্যবহার হয়েছে দেখার জন্য - ০৪
- চলতি মাসের ব্যবহত টাকার পরিমাণ দেখার জন্য - ০৬
- বর্তমান মিটার যে ট্যারিফ রেটে বিদ্যুতের বিল হিসাব করেছে তা দেখার জন্য - ০৭
থ্রি ফেজ মিটারের ক্ষেত্রে-
- মিটারের ব্যালেন্স দেখার জন্য - ০০৩
- মিটার চালুর পর কত ইউনিট ব্যবহার হয়েছে দেখার জন্য - ০০৫
- বর্তমান মিটার যে ট্যারিফ রেটে বিদ্যুতের বিল হিসাব করেছে তা দেখার জন্য - ০৩৪
- বর্তমান মাসে কি পরিমান ইউনিট ব্যবহার হয়েছে তা দেখার জন্য - ২০৮
- চলতি মাসের ব্যবহত টাকার পরিমাণ দেখার জন্য - ২২২
⭕প্রিপেইড মিটারের কোড সমূহ
- আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা দেখার জন্য - ৮০০
- আপনার মিটারে কত টাকা জমা আছে তা দেখার জন্য - ৮০১
- ইমার্জেন্সি ব্যালেন্স দেখার জন্য - ৮১০
- মিটারটি চালু অথবা বন্ধ করতে ৮৬৮
- মিটারটি কত কিলোওয়াটের তা দেখার জন্য - ৮৬৯
যা জেনে রাখা প্রয়োজন-
প্রথমবার ১০০০ টাকা রিচার্জে আপনার ব্যালেন্স হবে ৭৯২ টাকা।
- প্রথম পরীক্ষার সময় ১০০ টাকা মিটারের সাথে দিতে হয়। তাই প্রথমে ১০০ টাকা কেটে নিবে।
- ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে একবার করে কাটবে)।
- মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে একবার করে কাটবে)।
- সরকারি ভ্যাট ৫%।
- সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতিমাসে একবার করে কাটবে)।
এইসব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকা রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু ঐ মাসেই যদি ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।