Type of Lamp holder । বিভিন্ন প্রকার হোল্ডারের ব্যবহার


Lamp Holder ল্যাম্প হোল্ডার কাকে বলে? 

যে ফিটিংস এ বাতি আটকানো থাকে, তাকে ল্যাম্প হোল্ডার বলে।

Lamp Holder - ল্যাম্প হোল্ডার এটি হলো ওয়্যারিং এ ব্যবহত একপ্রকার ফিটিংস। বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে সমস্ত ফিটিংস ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে বাতির হোল্ডার একটি উল্লেখযোগ্য উপকরণ।

ইলেকট্রিক্যাল ফিটিংস - Fittings

ইলেকট্রিক্যাল ওয়্যারিং  এর ক্ষেত্রে দেয়াল ও সিলিং এ বৈদ্যুতিক লোডসমূহকে ধরে রাখার জন্য যে সমস্থ সরঞ্জামাদি ব্যবহার করা হয়, সেগুলোকে ফিটিংস বলে। যেমনঃ বাতির হোল্ডার, সুইচ, প্লাগ, সিলিং রোজ ইত্যাদি।
Click now

Lamp Holder ল্যাম্প হোল্ডারের শ্রেণি বিভাগ

 গঠন ও ব্যবহার অনুযায়ী  ল্যাম্প হোল্ডারকে নিম্নরূপ ভাগ করা যায়।
  • ব্যাটেন হোল্ডার।
  • পেনডেন্ট হোন্ডার।
  • ব্রাকেট হোল্ডার।
  • ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার।
  • সুইভেল হোল্ডার।
  • পুশ পুল হোল্ডার।
  • কি সুইচ হোল্ডার ইত্যাদি।

ল্যাম্প হোল্ডারের ব্যবহার

  1. ব্যাটেন হোল্ডারঃ এই হোল্ডার সাধারণত ব্যাটেন অয়্যারিংয়ে PVC বা কাঠের বোর্ডে ব্যবহার করা হয়ে থাকে। ছাদে বা দেয়ালে লাগানোর জন্য এ হোল্ডার ব্যবহার করা হয়।
  2. পেনডেন্ট হোল্ডারঃ কোন স্থান ল্যাম্পকে ঝুলিয়ে জ্বালানোর জন্য পেনডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়। ছাদে আটকানো সিলিং রোজ হতে ফ্লেক্সিবল তারের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য  পেনডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়।
  3. ব্রাকেট হোল্ডারঃ এ ধরণের হোল্ডারের এক প্রান্তে প্যাঁচ কাটা একটি ক্যাপ থাকে। এ ক্যাপের সাহায্যে পেঁচিয়ে ব্রাকেটের এক প্রান্তে হোন্ডার লাগানো হয়। ব্রাকেট সহ এটি দেয়ালে ব্যবহার করা হয়।
  4. কী সুইচ হোল্ডারঃ এ ধরনের হোল্ডার সাধারণত টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। ল্যাম্প জ্বালানো এবং নিভানোর জন্য এ হোন্ডারের গায়ে সুইচ এর ব্যবস্থা থাকে বলে এরূপ নামকরণ হয়েছে। সেজন্য খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়, এমন জায়গায় এ হোল্ডার ব্যবহার করা হয়।
  5. পুশ পুল হোল্ডারঃ এ হোল্ডার কী সুইচ হোল্ডারের ন্যায় টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়।  হোল্ডারের গায়ে একটি সুইচিং এর ব্যবস্থা আছে।
  6. সুইভেল হোল্ডারঃ বিভিন্ন দিকে আলো প্রেরণের জন্য দোকানে, প্রদর্শনীতে এবং জনসমাগম স্থানে ব্যবহত বাতির জন্য এই হোল্ডার ব্যবহার করা হয়।
  7. ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডারঃ  ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার ফ্লোরোসেন্ট টিউবলাইট জ্বালানোর জন্য ব্যবহত হয়। এ হোল্ডার বিভিন্ন ধরনের হয়ে থাকে।
  8. বেয়নেট ক্যাপ হোন্ডারঃ সর্বনিম্ন থেকে ২০০ ওয়াট পর্যন্ত বাতির জন্য বেয়নেট ক্যাপ হোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। বাসা-বাড়িতে বাতি জ্বালানোর জন্য সাধারণত এ ধরনের হোল্ডার ব্যবহার করা হয়।
  9. স্ক্র ক্যাপ হোল্ডারঃ তুলনামূলকভাবে অধিক ক্ষমতা (২০০ থেকে ১০০০ ওয়াট) সম্পন্ন বাতির জন্য স্ক্র ক্যাপ হোল্ডার ব্যবহার করা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url