Type of Lamp holder । বিভিন্ন প্রকার হোল্ডারের ব্যবহার
Lamp Holder ল্যাম্প হোল্ডার কাকে বলে?
যে ফিটিংস এ বাতি আটকানো থাকে, তাকে ল্যাম্প হোল্ডার বলে।
Lamp Holder - ল্যাম্প হোল্ডার এটি হলো ওয়্যারিং এ ব্যবহত একপ্রকার ফিটিংস। বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে সমস্ত ফিটিংস ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে বাতির হোল্ডার একটি উল্লেখযোগ্য উপকরণ।
ইলেকট্রিক্যাল ফিটিংস - Fittings
ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ক্ষেত্রে দেয়াল ও সিলিং এ বৈদ্যুতিক লোডসমূহকে ধরে রাখার জন্য যে সমস্থ সরঞ্জামাদি ব্যবহার করা হয়, সেগুলোকে ফিটিংস বলে। যেমনঃ বাতির হোল্ডার, সুইচ, প্লাগ, সিলিং রোজ ইত্যাদি।
Lamp Holder ল্যাম্প হোল্ডারের শ্রেণি বিভাগ
গঠন ও ব্যবহার অনুযায়ী ল্যাম্প হোল্ডারকে নিম্নরূপ ভাগ করা যায়।
- ব্যাটেন হোল্ডার।
- পেনডেন্ট হোন্ডার।
- ব্রাকেট হোল্ডার।
- ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার।
- সুইভেল হোল্ডার।
- পুশ পুল হোল্ডার।
- কি সুইচ হোল্ডার ইত্যাদি।
ল্যাম্প হোল্ডারের ব্যবহার
- ব্যাটেন হোল্ডারঃ এই হোল্ডার সাধারণত ব্যাটেন অয়্যারিংয়ে PVC বা কাঠের বোর্ডে ব্যবহার করা হয়ে থাকে। ছাদে বা দেয়ালে লাগানোর জন্য এ হোল্ডার ব্যবহার করা হয়।
- পেনডেন্ট হোল্ডারঃ কোন স্থান ল্যাম্পকে ঝুলিয়ে জ্বালানোর জন্য পেনডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়। ছাদে আটকানো সিলিং রোজ হতে ফ্লেক্সিবল তারের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য পেনডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়।
- ব্রাকেট হোল্ডারঃ এ ধরণের হোল্ডারের এক প্রান্তে প্যাঁচ কাটা একটি ক্যাপ থাকে। এ ক্যাপের সাহায্যে পেঁচিয়ে ব্রাকেটের এক প্রান্তে হোন্ডার লাগানো হয়। ব্রাকেট সহ এটি দেয়ালে ব্যবহার করা হয়।
- কী সুইচ হোল্ডারঃ এ ধরনের হোল্ডার সাধারণত টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। ল্যাম্প জ্বালানো এবং নিভানোর জন্য এ হোন্ডারের গায়ে সুইচ এর ব্যবস্থা থাকে বলে এরূপ নামকরণ হয়েছে। সেজন্য খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়, এমন জায়গায় এ হোল্ডার ব্যবহার করা হয়।
- পুশ পুল হোল্ডারঃ এ হোল্ডার কী সুইচ হোল্ডারের ন্যায় টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। হোল্ডারের গায়ে একটি সুইচিং এর ব্যবস্থা আছে।
- সুইভেল হোল্ডারঃ বিভিন্ন দিকে আলো প্রেরণের জন্য দোকানে, প্রদর্শনীতে এবং জনসমাগম স্থানে ব্যবহত বাতির জন্য এই হোল্ডার ব্যবহার করা হয়।
- ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডারঃ ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার ফ্লোরোসেন্ট টিউবলাইট জ্বালানোর জন্য ব্যবহত হয়। এ হোল্ডার বিভিন্ন ধরনের হয়ে থাকে।
- বেয়নেট ক্যাপ হোন্ডারঃ সর্বনিম্ন থেকে ২০০ ওয়াট পর্যন্ত বাতির জন্য বেয়নেট ক্যাপ হোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। বাসা-বাড়িতে বাতি জ্বালানোর জন্য সাধারণত এ ধরনের হোল্ডার ব্যবহার করা হয়।
- স্ক্র ক্যাপ হোল্ডারঃ তুলনামূলকভাবে অধিক ক্ষমতা (২০০ থেকে ১০০০ ওয়াট) সম্পন্ন বাতির জন্য স্ক্র ক্যাপ হোল্ডার ব্যবহার করা হয়।