Magnetic Contactor (DOL STARTER) Wiring Diagram
আজকে আমরা জানবো কীভাবে একটি ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করে DOL STARTER সংযোগ করা যায়।
ম্যাগনেটিক কন্টাক্টর
ম্যাগনেটিক কন্টাক্টর হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ। এটি রিলে মতো কাজ করে থাকে, কিন্তু রিলে ব্যবহার করা হয় লো-ভোল্টেজ কানেকশনে এবং ম্যাগনেটিক কন্টাক্টর ব্যাহার করা হয় হাই পাওয়ার বর্তনীতে বা হাই ভোল্টেজ কানেকশনের জন্য। যেমনঃ বড় বড় শিল্প-কারখানায় ব্যবহত থ্রি ফেজ মোটরে।
Normal Switch এবং Magnetic Contactor এর মূল পার্থক্য হলো - বাসা বাড়িতে ব্যবহত সুইচ গুলো মূলত ৫ অ্যাম্পিয়ার হয়ে থাকে।
স্বল্প কারেন্ট ব্যবহারের জন্য