রিলে কি? রিলে কিভাবে কাজ করে? । How does the relay work?

Mr Resistance Realy pin

রিলে - (Relay)

ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যপক ব্যবহত একটি কম্পোনেট হলো রিলে (Relay). রিলে মূলত একটি সুইচ তবে বাসা বাড়িতে ব্যবহত সুইচের মতো এটি সাধারণ সুইচ নয়। এটি মূলত একটি ইলেকট্রোমেগনেটিক সুইচ। রিলে বিভিন্ন প্রকারের হয়ে থাকে।

  • Electromagnetic Relay.
  • Overload Protection Relay.
  • Solid State Relay.
  • Buchholz Relay.
  • Safety Relay.
  • Distance Relay.
 

তবে ইনপুট পাওয়ারের ক্ষেত্রে বিবেচনা করলে রিলে ২ ভাগে ভাগ করা যায়। 

  • AC Relay
  • DC Relay

AC Relay : যে Relay তে ইনপুটে AC সাপ্লাই দিতে হয়, তাকেই মূলত AC Relay বলে।

DC Relay : যে Relay তে ইনপুটে DC সাপ্লাই দিতে হয়, তাকে মূলত DC Relay বলে।

 

Mr Resistance Realy pin

সাধারণত  প্রত্যেকটি রিলের উপরের দিকে রিলে স্পেসিফিকেশন  লিখা থাকে।  যা দেখে বুঝা যায়, রিলেটি কত ভোল্ট ইনপুট নেয় এবং কত ভোল্ট  আউটপুটে কাজ করতে পারে। এছাড়াও এটি কি AC Relay নাকি DC Relay ? সবকিছু লিখা থাকে।

আজকে আমারা ইলেকট্রোমেগনেটিক রিলে নিয়ে কথা বলবো। এই রিলেটিই আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি। ইলেকট্রোমেগনেটিক রিলে মূলত ২ টি অংশ থাকে।

  • ইলেকট্রিক্যাল পার্ট
  • মেকানিক্যাল পার্ট
Mr Resistance Realy pin

ইলেকট্রিক্যাল পার্টে  একটি কয়েল প্যাঁচানো থাকে আর মেকানিক্যাল পার্টে সাধারণ সুইচের মতো স্প্রিং ও সুইচিং উপাদান থাকে।

রিলেতে সাধারণত ৫ টি  টার্মিনাল থাকে। বাজারে ৫ এর অধিক পয়েন্টের রিলে পাওয়া যায়।




 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url